এতদ্বারা কলেজের শিক্ষার্থীদেরকে অবগত করানো যাচ্ছে যে, কলেজের শিক্ষা সফর আরো আনন্দঘন ও সফল করার লক্ষ্যে শিক্ষা সফরের চাঁদা জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হল। শিক্ষা সফরের জন প্রতি শুভেচ্ছা ফি ৩০০/- (তিনশত টাকা) ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি’১৯ বুধবার। উল্লেখ্য যে সার্বিক অবস্থা বিবেচনা করে শিক্ষা সফর কক্সবাজারের পরিবর্তে বান্দরবান মেঘলায় অনুষ্ঠিত হবে। 

Top