অধ্যক্ষের বাণী

শিক্ষ একটি মানবিয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া সার্থক ও সফল হওয়ার জন্য বার্ষিক কার্যপরিকল্পনা প্রয়োজন। কর্মপরিকল্পনা থাকলে শিক্ষার উদ্দিষ্ট (Purpose) লক্ষ্য (Aims) ও উদ্দেশ্য (objectives) অর্জন বিঘ্নিত হয় না। আর নির্বিঘ্নে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। এই সমন্বিত প্রচেষ্টায় সক্রিয় ও সচেতন থাকতে হয় অভিভাবক,শিক্ষার্থী,শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপক গণকে। যার জন্য দরকার বার্ষিক একাডেমিক ক্যালেণ্ডার। শিক্ষার গতিপথে সকলের সমন্বয় ও প্রচেষ্টাকে জোরালো ও নিশ্চিত করার জন্য এই প্রকাশ করা হল কলেজের বার্ষিক একাডেমিক ক্যালেণ্ডার(২০১৮-২০১৯)।
এখানে শিক্ষার্থীর লেখাপড়া গুনগত মানের হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য পাঠ পরিকল্পনা,টিউটোরিয়াল পরীক্ষা,নিয়মিত পরীক্ষা ইত্যাদির বার্ষিক সময় সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আবার প্রত্যেক শিক্ষার্থী শিক্ষা-সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য গ্র“প ভিত্তিক মাসিক কাউন্সিলিং এর নিয়মনীতি ও পরামর্র্শ উল্লেখ করা হইয়াছে।
আমরা জানি শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য সহ পাঠক্রমিক কার্যক্রমকে নিয়মিত কার্যকর রাখতে হয়। তাই কলেজের বিভিন্ন অনুণ্ঠান, জাতীয় অনুষ্ঠান সমূহের সময় সূচী ও পরিকল্পনা দেওয়া হয়েছে। নেতৃত্বে ও সামাজিকি করনের গুনাবলী শিক্ষার্থীদের মধ্যে বিকশিত হতে পারার জন্য কলেজের গার্লস-ইন-রোভার ইউনিটগুলোর সক্রিয়তায় এই সব অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়। আমাদের এই কলেজের শিক্ষা কার্যক্রমের সুব্যবস্থাপনার জন্য সার্বিক কাজকে ডিজিটালাইজেশন করা হয়েছে। শিক্ষার গুনগত মান ও সুব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উপদেশনা ও নির্দেশনা দিয়ে যাচ্ছেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান তিনি কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও একজন আন্তর্জাতিক শিক্ষা-বান্ধব শিল্পপতি।
আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের একটাই উদেষ্ট তা হল প্রত্যেক শিক্ষার্থী-প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া যাতে সমযোগযোগী দক্ষ ও সুনাগরিক হয়।
এই উদ্দিষ্ট অজর্নের জন্য সংশ্লিষ্ট প্রত্যেকের আন্তরিক সহায়তা দরকার। সেই সহায়তা নিশ্চিত করার অভিপ্রায়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনা উপ-কমিটির এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। যাঁরা পরার্মম দিয়ে ও পরিশ্রম করে এই প্রকাশনা কে সার্থক ও সফল করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


মুহম্মদ আবু তৈয়ব
বিএসসি (অনার্স) এমএসসি; এম,এড
অধ্যক্ষ
খলিলুর রহমান মহিলা (ডিগ্রি) কলেজ
পটিয়া পৌরসদর,চট্টগ্রাম

Top