প্রতিষ্ঠানের ইতিহাসঃ

পটিয়ার নারী শিক্ষা বিস্তারের অগ্রনী বিদ্যাপীঠ খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্স, খলিলুর রহমান শিশু নিকেতন, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ এতদঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। সুদক্ষ পরিচালনা পর্ষদ, শৃংঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠান গুলোকে পটিয়ায় উচ্চতর আসনে প্রতিষ্ঠিত করেছে, চয়নিকা বিদ্যাপীঠ দিয়ে ১৯৭৯ সালে শুরু হওয়া কিন্ডারগার্টেন পরবর্তীতে খলিলুর রহমান শিক্ষা নিকেতন নামে পথচলা শুরু করে। কিন্ডার গার্টেন থেকে ৮৬ সালে বালিকা বিদ্যালয় ও ১৯৯৫ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠার পর থেকে পটিয়ার নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পটিয়া সরকারী কলেজের পাশাপাশি খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ পটিয়ার মেয়েদের শিক্ষাদানের কাজটি নিরলস ভাবে চালিয়ে যাচ্ছে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে খলিলুর রহমান মহিলা কলেজ এখন পটিয়ার শীর্ষ স্থানীয় কলেজ গুলোর একটি। দক্ষ ও মান সম্পন্ন শিক্ষক, যুগোপযোগী শিক্ষা, ব্যবস্থাপনা পর্ষদের সার্বক্ষনিক তত্ত্বাবধান কলেজকে প্রত্যাশিত স্থানে পৌঁছে দিয়েছে। খলিলুর রহমান কলেজের সাম্প্রতিক সাফল্য ইর্ষনীয়। পড়ালেখার পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যক্রমে এই প্রতিষ্ঠানের মেয়েদের পারফরম্যান্স নজরকাড়া। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও পটিয়ার বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্টত্বের মুকুট ছিনিয়ে আনে এই কলেজের মেয়েরা।

Top